আপনি কি রাতে অন্তর্বাস পড়ে ঘুমান? তাহলে সাবধান হয়ে যান

Bra


আপনি কি রাতে অন্তর্বাস পড়ে ঘুমান? তাহলে সাবধান হয়ে যান। কারণ রাতে অন্তর্বাস পড়ে ঘুমোলে ক্ষতি হতে পারে আপনার। চিকিৎসকেরা বলছেন, রাতে অন্তর্বাস পরে ঘুমোনোর অভ্যাস ত্বকের তো বটেই, শরীরের পক্ষেও বিপজ্জনক হয়ে উঠতে পারে। অন্তর্বাস ব্যবহারের ফলে ঘেমে গেলে চট করে শুকায় না ফলে ত্বকের ক্ষতি হতে পারে।

পুরুষদের ক্ষেত্রেও এই অভ্যাস ভাল নয়। গোপনাঙ্গে ঘাম জমলে পুরুষদের শরীরের ওই বিশেষ অঙ্গের ত্বকে অস্বস্তি হতে পারে, চুলকানি হতে পারে। মহিলাদের ক্ষেত্রে অনেকটা সময় ধরে অন্তর্বাস পড়া থাকলে ত্বকে সমস্যা হতে পারে। মহিলাদের যৌনাঙ্গেও সংক্রমণ হতে পারে। পরবর্তী কালে প্রজননের ক্ষেত্রে তা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।

নাতিশীতোষ্ণ, ভিজে জায়গায় ছত্রাক, ব্যাক্টেরিয়া সহজে বাসা বাঁধতে পারে। সেখান থেকেই ত্বকে সংক্রমণ হয়। এ ছাড়া সিন্থেটিক বা নাইলনের অন্তর্বাস থেকেও ত্বকে নানা ধরনের সমস্যা হতে পারে। এমনকি আঁটোসাঁটো অন্তর্বাস দেহের স্বাভাবিক প্রক্রিয়া বিঘ্নিত হয়।

ঘুমোনোর সময়ে অন্তর্বাস না পরাই ভাল। বদলে হালকা, সুতির পোশাক পরা যেতে পারে। একান্তই যদি অন্তর্বাস পরতে হয়, তবে সেটিও আরামদায়ক হওয়া বাঞ্ছনীয়। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।