শিক্ষকদেরকেই শিক্ষা দফতরে যেতে বাধা পুলিশের! 

Qualified Teachers' Rights Forum



সোমবার যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে আগাম বার্তা দিয়ে জেলা স্কুল পরিদর্শকের কাছে নির্দিষ্ট দাবিতে স্বারক লিপি প্রদান করার কর্মসূচি ছিলো জলপাইগুড়িতে , সেই মোতাবেক সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে মঞ্চের সদস্যরা শহরের পি ডাবলু ডি মোড়ে অবস্থিত ডি আই অফ স্কুল দফতরের সামনে সমবেত হন।

এদিকে জেলা পুলিশ প্রশাসন আগে থেকেই অফিস চত্বরে প্রবেশে বাধা সৃষ্টি করে রাখে শক্ত ব্যারিকেড দিয়ে। রাজ্যে সরকারের এমন ব্যবস্থাপনায় কার্যত হতভম্ব হয়ে যায় যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা।

এই প্রসঙ্গে শিক্ষক দেবব্রত ভৌমিক ক্ষোভের সঙ্গে বলেন, নিয়োগের নতুন নোটিফিকেশনেই উল্লেখ করা হয়েছে যেকোনো সময় চাকরি চলে যাবার, রাজ্যে সরকার এখনো পর্যন্ত অযোগ্যদের তালিকা প্রকাশ করে নি, এবারের পরীক্ষায় তারাও বসবে ,অথচ সুপ্রিম কোর্ট নির্দেশে বলেছে ,যদি কোনো অযোগ্য প্রার্থী পুনরায় চাকরি পায় তাহলে পুরো প্রক্রিয়াটিই বাতিল করা হবে।

সেই অর্থে আমাদের মতো যারা যোগ্য এবং নতুন যারা রাজ্যে সরকারের জারী করা নোটিফিকেশনে চাকরির পরীক্ষায় অংশ নেবে , তারাও আবার বঞ্চিত হবো।

সংগঠনের দাবী, "আমরা ২০১৬ প্যানেলের অন্তর্গত বৈধভাবে নিযুক্ত শিক্ষক/শিক্ষিকা। দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা CB। এর রিপোর্ট, বাগ কমিটির রিপোর্ট এবং নিয়োগ অথরিটি SSC এর রিপোর্ট অনুযায়ী আমরা ১৫৪০৩ জন শিক্ষক/শিক্ষিকা নিরপরাধ বলে পরিচিত। যে ১৭রকমের দুর্নীতির অভিযোগ রয়েছে তার কোনটাতেই আমরা অভিযুক্ত প্রমানিত হইনি। আমাদের জীবনজীবিকা, সামাজিক সম্মান এখন সম্পূর্ণ প্রশ্নের মুখে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক মিসলেনিয়াস এপ্লিকেশন (M.A.) এর অর্ডার অনুযায়ী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত আমরা স্বপদে কর্মরত রয়েছি।"

এই কারনে এদিন 'বৈধভাবে নিযুক্ত শিক্ষক/শিক্ষিকা' হিসাবে একাধিক দাবিস পূরণকরার জন্য আবেদন পত্র জমা দেন। তাদের দাবীপত্রে উল্লেখ করা হয়েছে-

1) রিভিউ পিটিশনের চূড়ান্ত ফলাফল না দেখে কোনভাবেই ফর্ম ফিলাপ করানো যাবে না। নতুন (2 SLST-2025) পরীক্ষার ফর্ম ফিলাপ স্থগিত রেখে রিভিউ পিটিশনের মাধ্যমে চাকরি ফিরিয়ে দিতে হবে।

2) প্রয়োজনে CBI এর DATA কে মান্যতা দিয়ে REPANEL এর মাধ্যমে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্বসম্মানে পুনর্বহাল করতে হবে।

3) ত্রুটিপূর্ণ গেজেট পরিবর্তন করে নির্ভুল এবং সঠিক গেজেট ও নোটিফিকেশন প্রকাশ করতে হবে, যেন নতুন পরীক্ষার্থীরাও মেধার ভিত্তিতে নিয়োগ পায় এবং নিয়োগ পরবর্তীকালে চাকরির সুনিশ্চিয়তা যেন অনিশ্চিত না হয়ে পড়ে।

4) জলপাইগুড়ি D.I. অফিসের অন্তর্গত 2016 SLST এর মাধ্যমে বৈধভাবে নিযুক্ত এখনো যে সমস্ত শিক্ষক/শিক্ষিকা স্কুল যাচ্ছেন ও বেতন পাচ্ছেন তাদের সার্টিফাইড লিস্ট অতিসত্বর অফিসিয়ালি প্রকাশ করতে হবে।