Latest News

6/recent/ticker-posts

Ad Code

রেল প্যাকেজে পাচারের ছক ভেস্তে, বিপুল পরিমাণ গাঁজা, সুপারি ও শাল কাঠ উদ্ধার

রেল প্যাকেজে পাচারের ছক ভেস্তে, বিপুল পরিমাণ গাঁজা, সুপারি ও শাল কাঠ উদ্ধার

Train


আসাম থেকে চেন্নাই পাচারের আগে রেলের পার্সেল ভ্যান থেকেই উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ ও মূল্যবান সামগ্রী। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছেবিপুল পরিমাণ গাঁজা, সুপারি এবং মূল্যবান শাল কাঠ। এই ঘটনায় গোটা রেল স্টেশনে চাঞ্চল্য ছড়িয়েছে।



রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নির্দিষ্ট একটি মালগাড়ির পার্সেল ভ্যানে তল্লাশি চালায় RPF (রেলওয়ে প্রোটেকশন ফোর্স)। সেখান থেকেই উদ্ধার হয় একাধিক বস্তা, যার ভেতর থেকে বেরিয়ে আসে বেআইনি গাঁজার প্যাকেট, সুপারি এবং বিপুল পরিমাণ শাল কাঠের টুকরো।




প্রাথমিক তদন্তে অনুমান, এই সামগ্রী চেন্নাই হয়ে দেশের অন্য রাজ্যেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। উদ্ধার হওয়া মালপত্রের বাজারমূল্য কয়েক লক্ষ টাকারও বেশি বলে মনে করা হচ্ছে।



রেল পুলিশ ইতিমধ্যেই পাচারের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে একজনকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। বন দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে শাল কাঠের উৎস ও আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code