Latest News

6/recent/ticker-posts

Ad Code

একসঙ্গে ৭টি রাস্তার কাজের শুভ সূচনা মন্ত্রী উদয়ন গুহর

মোয়ামারিতে একসঙ্গে ৭টি রাস্তার কাজের শুভ সূচনা, ব্যয় ১৫ কোটি টাকা

Udyan Guha



কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মোয়ামারি অঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে একসঙ্গে সাতটি রাস্তার কাজের সূচনা হলো শুক্রবার। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৯ কিমি দীর্ঘ এই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে, যা এলাকায় পেভার ব্লক রাস্তা হিসেবে নির্মিত হবে।




এই প্রকল্পের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কোচবিহার মেডিকেল কলেজের প্রতিনিধি ও কোচবিহার মেডিকেল কলেজের প্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবী নাগ, মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা দাস এবং তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নজরুল ইসলাম।




মন্ত্রী উদয়ন গুহ জানান, "একটি গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে সাতটি রাস্তার কাজ একদিনে শুরু হওয়া বিরল ঘটনা। এলাকায় রাস্তার প্রয়োজন ছিল, সেই দাবি আজ বাস্তবায়িত হলো।"




জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, "উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছে আমরা কৃতজ্ঞ। একসঙ্গে ১৫ কোটি টাকার কাজ হওয়া সত্যিই গর্বের বিষয়।"




এদিনের এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি এবং উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তাঁরা জানান, দীর্ঘদিনের অবহেলিত রাস্তাগুলোর উন্নয়নে তাঁরা অত্যন্ত খুশি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code