Latest News

6/recent/ticker-posts

Ad Code

আইপিএলের মাঝেই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হেনরিখ ক্লাসেন

আইপিএলের মাঝেই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হেনরিখ ক্লাসেন

Klassen


আইপিএলের মাঝেই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার সেই হেনরিখ ক্লাসেন। মাত্র ৩৩ বছর বয়সেই অবসর নিলেন তিনি। দেশের হয়ে মাত্র চারটি টেস্ট খেললেও ৬০টি ওয়ান ডে ও ৫৮টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ক্লাসেন লিখেছেন, 'আজ আমার জন্য একটা মন খারাপের দিন। কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াব। আমার এবং আমার পরিবারের ভবিষ্যতের জন্য কী ভাল হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেকটা সময় লাগে। সত্যি বলতে কী, এটা অত্যন্ত কঠিন একটা সিদ্ধান্ত। কিন্তু তাতে আমি শান্তিও পেয়েছি।'

২০১৮ সালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ক্লাসেনের। দক্ষিণ আফ্রিকার 'ম্যাচ উইনার' হিসেবে পরিচিত মুখ। টি-২০ ফর্ম্যাটে একের পর এক বিস্ফোরক ইনিংস খেলেছেন। ৫৮টি টি-২০ ম্যাচে করেছেন ১০০০ রান। অন্যদিকে ৬০টি ওয়ান ডে ম্যাচ খেলে তাঁর রান ২১৪১। ৪টে সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরি করেছেন ক্লাসেন।

আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন ক্লাসেন। ক্লাসেন ইনস্টাগ্রামে লিখেছেন, 'প্রথম দিন থেকেই আমার কাছে সবচেয়ে গর্বের ব্যাপার ছিল যে, আমি দেশের প্রতিনিধিত্ব করছি। ছোট থেকে আমি সেটারই স্বপ্ন দেখে এসেছি এবং সেই স্বপ্নপূরণের জন্য পরিশ্রম করে গিয়েছি। জার্সির বুকে প্রোটিয়া ব্যাজ পরে খেলাটা আমার কেরিয়ারের সবচেয়ে গর্বের বিষয় হয়ে থেকে যাবে।'

তিনি আরও লিখেছেন, 'প্রোটিয়াদের হয়ে খেলে বহু মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। যা আমার জীবন বদলে দিয়েছে। অনেক কোচের অধীনে খেলেছি। তারা আমার উপর ভরসা রেখেছেন বলে আমি কৃতজ্ঞ। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। এখন পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে সারা জীবন সমর্থন করে যাব।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code