Latest News

6/recent/ticker-posts

Ad Code

একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন গ্লেন ম্যাক্সওয়েল

একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন গ্লেন ম্যাক্সওয়েল 

Glenn Maxwell


টি-২০ বিশ্বকাপকে পাখির চোখ দেখে একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলের মাঝেই এই বড় সিদ্ধান্ত ম্যাক্সওয়েলের। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে ২০২৬-এ বসবে টি২০ বিশ্বকাপের আসর বসবে। সেখানেই নিজের সেরাটা তুলে ধরতে চাইছেন তিনি। সেই সঙ্গে বিগ ব্যাশ লিগ সহ অন্যান্য দেশের টি-২০ লিগেও খেলবেন তিনি। নিজের বিধ্বংসী ইনিংসের জন্য বেশ পরিচিত তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ান ডে খেলেছেন তিনি। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার ওয়ান ডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ম্যাক্সওয়েল। ওয়ান ডে ক্রিকেটে ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট ১২৬। যা ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ। ওয়ান ডে ক্রিকেটে ৪টি সেঞ্চুরি ও ২৩ হাফসেঞ্চুরি রয়েছে ম্যাক্সওয়েলের। সেই সঙ্গে ৭৭ উইকেট নিয়েছেন অফস্পিন বোলিং করে।

তিনি বলেছেন, 'আমি যখন ওয়ান ডে ক্রিকেটে সুযোগ পাই, নির্ধারিত সময়ের চেয়ে আগেই যেন সেই ডাক এসেছিল। আমি অবাক হয়েছিলাম। আমি ভেবেছিলাম বড় জোর দুটো ম্যাচ খেলব অস্ট্রেলিয়ার হয়ে। সেই থেকে কেরিয়ারে অনেক উত্থান পতন গিয়েছে। বাদ পড়েছি। ফিরেও এসেছি।'

তিনি জানিয়েছেন, পায়ের চোটের জন্য তিনি ফিল্ডিংয়ে নিজের সেরাটা দিতে পারছিলেন না। পরের ওয়ান ডে বিশ্বকাপের এখনও ২ বছর দেরি আর তাই তিনি চালিয়ে যেতে পারতেন না বলেও জানিয়েছেন।

১৪৯টি ওয়ান ডে ম্যাচে ৩৯৯০ রান করেছেন ম্যাক্সওয়েল। ৭টি টেস্ট ম্যাচও খেলেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code