Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের উত্তাল বিধানসভা! সাসপেন্ড চার বিধায়ক

ফের উত্তাল বিধানসভা! সাসপেন্ড চার বিধায়ক

BJP mla


ফের উত্তাল হয়ে উঠলো বিধানসভা। চারজন বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ। বৃহস্পতিবার একটি বিলের উপর আলোচনায় অংশ নিয়েছিলেন বিজেপির বিধায়করা। মন্ত্রীর জবাব না শুনে বিজেপি বিধায়করা বেরিয়ে যাওয়ায় তাদের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিয়েছিলেন অধ্যক্ষ । সোমবার সেই প্রসঙ্গ আনেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি। জানতে চান কোন আইনে বক্তব্য বাদ দেওয়া হল।

জবাব দিতে ওঠেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, বিধায়করা বলবেন, অথচ মন্ত্রীদের জবাব শুনবেন না, এক্ষেত্রে অধ্যক্ষের একশ ভাগ অধিকার আছে পুরো বক্তব্য বাদ দেওয়ার। এরপরই শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ। বিজেপির বিধায়করা বিধানসভায় দাঁড়িয়ে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সরকারি বিধায়করাও পাল্টা স্লোগান দেন।

এরপরেই বিধানসভার কাজে বাঁধা দেওয়া ও কাগজ ছিঁড়ে ফেলার জন্য চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ। বিজেপির চার বিধায়ক শঙ্কর ঘোষ, মনোজ ওঁরাও, দীপক বর্মন ও অগ্নিমিত্রা পলকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর মার্শাল ডেকে তাঁদের অধিবেশন কক্ষের বাইরে বের করে দেওয়া হয়। বেরনোর সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা। নিরাপত্তারক্ষীরাও অভিযোগ করেন, বিজেপি বিধায়করা তাঁদের আঘাত করেছেন। এরপর ফের বিল নিয়ে আলোচনা শুরুর নির্দেশ দেন স্পিকার ।

জানা যাচ্ছে, স্পোর্টস ইউনিভার্সিটি বিল নিয়ে আলোচনা চলছিল বিধানসভায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code