৫ দিন ধরে দিল্লী পুলিশের হাতে আটক দিনহাটার ৭, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে ডেপুটেশন

Deputation


পাঁচ দিন পরও মুক্তি নেই, দিল্লি পুলিশের হাতে আটক দিনহাটার সাত বাসিন্দা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ডেপুটেশন। দিল্লি পুলিশের হাতে আটক থাকা দিনহাটার প্রাক্তন ছিট মহলের সাত বাসিন্দার এখনও মুক্তি মেলেনি। পাঁচ দিন পেরিয়ে গেলেও কোনো সুরাহা না হওয়ায় পরিবারের সদস্যরা এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ডেপুটেশন জমা দিলেন দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে।



পরিবারের সদস্যদের অভিযোগ, দিল্লিতে শ্রমিকের কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে দিল্লির শালিমার থানা পুলিশ তাদের গ্রেফতার করে। যদিও তাঁদের কাছে সমস্ত বৈধ পরিচয়পত্র ছিল, তবু আটক করা হয়। দিনহাটা থানায় কাগজপত্র জমা দেওয়ার পর তা দিল্লি পুলিশের কাছেও পাঠানো হয়েছে, তবুও এখনও পর্যন্ত তাঁদের মুক্তি মেলেনি।



সোমবার দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে পরিবারের সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধি ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে নিয়ে ডেপুটেশন জমা দেন। তাঁদের দাবি, দিল্লি পুলিশ রাজ্য পুলিশের মেইল ও তথ্যপ্রমাণকে গুরুত্ব দিচ্ছে না। তাই জেলা প্রশাসক এবং মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে।



প্রসঙ্গত, পাঁচ দিন আগে দিল্লির শালিমার থানায় তিন শিশু, এক মহিলা সহ মোট আট জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজনকে পরে ছেড়ে দেওয়া হলেও এখনো সাতজন আটক রয়েছেন। পরিবারের অভিযোগ, শুধু আটক নয়, আটক অবস্থায় তাঁদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনও চলছে। দিল্লিতে বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি’ বলে হেনস্তা হতে হচ্ছে।



এখন নজর প্রশাসনের উপর—জেলাশাসক ও মহকুমা শাসকের যৌথ উদ্যোগে কবে মুক্তি পাবে দিনহাটার এই সাত জন।