মুখ্যসচিব মনোজ পন্থের কার্যকালের মেয়াদ ছ’মাসের জন্য বৃদ্ধি করলো রাজ্য সরকার
মুখ্যসচিব মনোজ পন্থের কার্যকালের মেয়াদ ছ’মাসের জন্য বৃদ্ধি করলো রাজ্য সরকার। সোমবার এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।
প্রশাসন সূত্রে খবর, সোমবার ছিল মুখ্যসচিব মনোজ পন্থের অবসর নেওয়ার দিন। কিন্তু আগেই রাজ্যের তরফে মুখ্যসচিব মনোজ পন্থের কার্যকালের মেয়াদ এক বছর বৃদ্ধির আবেদন জানানো হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার ছ-মাসের জন্য মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। এরপর ৩১শে ডিসেম্বর পর্যন্ত মুখ্যসচিব মনোজ পন্থের মেয়াদ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার।
প্রয়াত প্রণব মুখোপাধ্যায় ইউপিএ জমানায় কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালীন মনোজ পন্থ তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন। পরে কেন্দ্রে যুগ্মসচিব হয়েছিলেন তিনি। পরবর্তীকালে ওয়াশিংটনে বিশ্বব্যাঙ্কের সদর দফতরে নয়াদিল্লির প্রতিনিধি হিসাবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে মনোজের। ২০২৪ সালের ৩১ অগস্ট মুখ্যসচিবের দায়িত্ব পেয়েছিলেন মনোজ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊