Latest News

6/recent/ticker-posts

Ad Code

অপেক্ষার অবসান! খুলতে চলেছে কলেজে ভর্তির পোর্টাল

অপেক্ষার অবসান! খুলতে চলেছে কলেজে ভর্তির পোর্টাল

Student


অবশেষে অপেক্ষার অবসান, খুলতে চলেছে কলেজে ভর্তির পোর্টাল। উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের প্রায় ৪০ দিন পর খুলছে কলেজে ভর্তির পোর্টাল। সূত্রের খবর আগামী ১৭ই জুন খুলতে পারে পোর্টাল। আনুষ্ঠানিক ভাবে করা হবে উদ্বোধনও। কলেজে ভর্তির জন্য গতবছর থেকে কেন্দ্রীয়ভাবে ভর্তির পোর্টাল খুলেছে সরকার।


বিধানসভায় বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের প্রশ্নের জবাবে ব্রাত্য বসু জানিয়েছেন, 'কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময়েই শুরু হবে।' কবে খুলবে কলেজে ভর্তি পোর্টাল? প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী জানান, "কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময়েই শুরু হবে। UGC-র গাইডলাইন মেনেই সব করা হচ্ছে। পোর্টাল রেডি, খুব শীঘ্রই চালু হবে। আমরা সবটাই সময় মেপে করছি।''


গত ৭ই মে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। কেটে গেল একটা মাস। কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া এখনো শুরু হয়নি। খোলেনি পোর্টাল। ফলে উদ্বিগ্ন ছাত্রছাত্রীরা। কবে শুরু হবে ভর্তি প্রক্রিয়া? এই প্রশ্নের উত্তর খুঁজছে উচ্চমাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code