Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক, করা হল জরুরি অবতরণ

এবার এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক, করা হল জরুরি অবতরণ 

Air India


বৃহস্পতিবার বিমান দুর্ঘটনার পর শুক্রবার সকালে ফের বিপত্তি। এবার এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্কের খবর। বোমাতঙ্কের জেরে জরুরি অবতরণ করনো হল এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে। ফুকেত থেকে দিল্লি আসছিল বিমানটি। আকাশে ওড়ার পর বোমাতঙ্ক ছড়ায় বিমানে। এরপর বিমানবন্দরে ফিরিয়ে আনা হয় বিমানটিকে‌।

সকাল ৯.৩০-এ ফুকেট থেকে দিল্লির উদ্দেশে ওড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি কিছুক্ষণ পরেই বোমাতঙ্ক ছড়ায়। ১৫৬ যাত্রীসমেত বিমানটি ফিরিয়ে আনা হয় কোনো ঝুঁকি না নিয়েই। 


সংবাদসংস্থা রয়টার্স সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার AI 379 এয়ারবাসটি থাইল্যান্ডের ফুকেট থেকে নয়াদিল্লির উদ্দেশে উড়েছিল। বিমানটিতে মোট ১৫৬ জন যাত্রী ছিলেন। ওড়ার কিছুক্ষণ পরই বিমানটিতে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পর বাধ্য হয়ে পাইলটরা বিমানটিকে আন্দামান উপকূলবর্তী এলাকা থেকে ফের থাইল্যান্ডের দিকে ঘুরিয়ে দেন। ফুকেট বিমানবন্দরেই জরুরি ভিত্তিতে অবতরণ করে AI 379।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code