Latest News

6/recent/ticker-posts

Ad Code

আর্থিক স্বাক্ষরতা কার্যক্রম এর উপর সচেতনতা শিবির

আর্থিক স্বাক্ষরতা কার্যক্রম এর উপর সচেতনতা শিবির

Awareness camp


নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য:

আজ ২০ জুন শুক্রবার দিনহাটা ১নং ব্লকের গোসানীমারী ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়ো নাটাবাড়িতে অনুষ্ঠিত হল আর্থিক স্বাক্ষরতা কার্যক্রম এর উপর সচেতনতা শিবির। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া পরিচালিত আর বি আই এর তত্ত্বাবধানে পরিচালিত CRISIL FOUNDATION এর সহযোগিতায় এই Money wise centre for financial literacy বা আর্থিক স্বাক্ষরতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এলাকার বহু মানুষ এতে অংশ নেয়।

মূলত ব্যাঙ্কে সেভিং ও বীমা করার প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতে এর গুরুত্ব সহ নানান সরকারি সুযোগ সুবিধা ও প্রকল্প সম্পর্কে মানুষকে সচেতনতা করতে এই কার্যক্রমের আয়োজন।

এদিনের এই শিবিরে এলাকার পঞ্চায়েত আকবর আলী পাটোয়ারী জানান " গ্রামের মানুষদের মধ্যে এ ধরনের সচেতন শিবির খুব গুরুত্বপূর্ণ। মানুষ বিভিন্ন বীমা, সেভিং সহ নানান সরকারী প্রকল্প সম্পর্কে এর মধ্য দিয়ে সচেতন হবে। "

এদিনের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সেন্টার ম্যানেজার মায়া বর্মন, ফিল্ড কো অর্ডিনেটর সান্ত্বনা দাস, রামা সরকার সহ অনেকেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code