যোগ্য গ্রুপ C, গ্রুপ D অধিকার মঞ্চের আচার্য সদন অভিযান
যোগ্য গ্রুপ C, গ্রুপ D অধিকার মঞ্চের আচার্য সদন অভিযান। ১২৫৫ জন গ্রুপ সি ও ২১৩৯ জন গ্রুপ ডি মিলে মোট ৩৩৯৪ জন শিক্ষা কর্মীর লিস্ট এসএসসি কে পাবলিস্ট করতে হবে, ২২ লক্ষ ওএমআর যেগুলো সিবিআই রিকভারি করেছিল সেগুলো এসএসসি পোর্টালে পাবলিস্ট করতে হবে এবং ৩৩৯৪ জন যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মীকে স্কুলে ফেরাতে হবে। মূলত এই তিনটি দাবি নিয়ে আচার্য ভবন অভিযানের ডাক দেয়া হয়। সেই মতই এ-দিন সকাল থেকে শুরু হয় জমায়েত।
সল্টলেক করুণাময়ী মেট্রো স্টেশনের নিচে প্রথমে জমায়েত পরবর্তীতে সেখান থেকে মিছিল করে স্কুল সার্ভিস কমিশন দপ্তর অর্থাৎ আচার্য সদনে রওনা দেবে আন্দোলনকারীরা। দাবিগুলি না মানা হলে আচার্য সদনের সামনের লাগাতার অবস্থান বিক্ষোভ করবে বলে হুঁশিয়ারি দেয় তারা।
২৫ শে জুন বুধবার এসএসসি অভিযানের ডাক আগেই দিয়েছিলেন তাঁরা। সেখানেই অবস্থান বিক্ষোভের কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে।তিনটি দাবী নিয়ে এই কর্মসূচি। অভিযানের ডাক দিয়েছে যোগ্য গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি অধিকার মঞ্চের তরফ থেকে।
প্রথম দাবী, যোগ্য ১২৫৫ জন গ্ৰুপ সি এবং যোগ্য ২১৩৯ জন গ্ৰুপ ডি অর্থাৎ টোটাল ৩৩৯৪ জন যোগ্য শিক্ষা কর্মী সার্টিফাইট লিস্ট অবিলম্বে প্রকাশ করতে হবে।
দ্বিতীয়ত, সকল OMR কপি যেগুলো যেগুলো সিবিআই উদ্ধার করেছে সেই ও এম আর এর স্ক্যান কপি গুলো এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে।
তৃতীয়, এই ৩৩৯৪ জন যোগ্য শিক্ষা কর্মীকে অবিলম্বে আইনি পদ্ধতি মেনে স্কুলে ফেরাতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊