Latest News

6/recent/ticker-posts

Ad Code

ময়নাগুড়ি বয়েজ হাই স্কুলে অনুষ্ঠিত হল নব পরিবর্তন ধারার অল বেঙ্গল ট্যালেন্ট হান্ট পরীক্ষা

ময়নাগুড়ি বয়েজ হাই স্কুলে অনুষ্ঠিত হল নব পরিবর্তন ধারার অল বেঙ্গল ট্যালেন্ট হান্ট পরীক্ষা

Maynaguri Boys High School



ময়নাগুড়ি বয়েজ হাই স্কুলে অনুষ্ঠিত হল নব পরিবর্তন ধারার অল বেঙ্গল ট্যালেন্ট হান্ট পরীক্ষা। পরীক্ষাটা বিগত ছয় বছর ধরে উত্তরবঙ্গের বিভিন্ন গ্রাম ও শহরে অনুষ্ঠিত হচ্ছে। ওএমআর শিটে ষষ্ট থেকে দশম শ্রেণীর মেধা ভিত্তিক এই পরীক্ষা বেশ কিছু পরীক্ষার্থী অংশগ্রহণ করে। 

জানা গেছে প্রায় বারোশো ছাত্র এখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষা শুরু হয়েছে বারোটার সময় এবং শেষ হয় বেলা একটার সময়। অপর পরীক্ষাটি দুটার সময় শুরু হয় এবং শেষ হয় সাড়ে তিনটার সময়। 



আজকের এই এক্সাম সেন্টারের উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা গন এবং অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক মহাশয় ও প্রিন্সিপাল গন। আমি ধন্যবাদ জানাই ময়নাগুড়ি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্মানীয় কৃষ্ণকুন্ডু স্যার মহাশয় কে এছাড়াও এই স্কুলের শংকর পাল স্যার, চন্দন স্যার , উত্তম স্যার এবং রামপ্রসাদ মন্ডলকে। আমি আরো ধন্যবাদ জানাই ময়নাগুড়ি থানার পুলিশ প্রশাসনকে যারা এই পরীক্ষা পরিচালনা করার জন্য ভীষণভাবে সাহায্য করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code