Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারী বর্ষণ চলবে উত্তরে, দক্ষিণে বাড়তে পারে উষ্ণতার পারদ!

ভারী বর্ষণ চলবে উত্তরে, দক্ষিণে বাড়তে পারে উষ্ণতার পারদ! 

Weather update



উত্তরবঙ্গে এবছর বর্ষা প্রবেশ করেছে সময়ের আগেই। গত বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে বাংলায়। এদিকে উত্তরবঙ্গে চলছে বৃষ্টি। আগামী কয়েকদিনও দার্জিলিং-সহ জেলায় জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি (১২ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে এই পাঁচ জেলায়। সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেক ৫০ কিলোমিটার।

মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে। দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে রবিবারও। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, তবে তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়বে। আগামী চার দিনে উত্তরের জেলাগুলিতেও তিন থেকে পাঁচ ডিগ্রি চড়তে পারে পারদ।

এদিকে দক্ষিণবঙ্গে কেটে গিয়েছে নিম্নচাপ ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। আপাতত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে। তবে আর কোনও জেলায় এমন পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনোও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code