Latest News

6/recent/ticker-posts

Ad Code

Weather: আগাম বর্ষা বঙ্গে, নিম্নচাপের হাত ধরেই বর্ষা হাজির উত্তরবঙ্গে

আগাম বর্ষা বঙ্গে, নিম্নচাপের হাত ধরেই বর্ষা হাজির উত্তরবঙ্গে

North Bengal Weather


আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গে প্রবেশ করলো বর্ষা। মৌসুমি বায়ু উত্তরবঙ্গে প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনোও প্রবেশ করেনি। সাধারণত জুন মাসের ৮ তারিখ নাগাদ উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে। এ বার তা মে মাসেই প্রবেশ করল।

মৌসুমি বায়ুর প্রভাবে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দাপট থাকবে। আবহাওয়ার দফতর সূত্রে খবর প্রথম চার দিন ব্যাপক দাপট দেখাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারের জন্য।

আবহাওয়া দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার। একই সঙ্গে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার একি আবহাওয়া থাকার সম্ভাবনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code