করোনা আক্রান্ত ট্রাভিস হেড, খেলতে পারবেন না লখনউ ম্যাচে
করোনা আক্রান্ত হায়দ্রাবাদের ব্যাটার ট্রাভিস হেড আর এর ফলে লখনৌ ম্যাচ খেলতে পারবেন না তিনি। কোভিডে আক্রান্ত হওয়ার কারণে হেড দলের সাথে যেতে পারেননি। লখনউয়ের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে খেলতে পারবেন না ট্রেভিস হেড।
বছর দুই-তিন আগেও করোনায় আক্রান্ত হওয়া খুব স্বাভাবিক ব্যাপার ছিল। বিশ্বজুড়ে করোনারি ভয়াবহ তাণ্ডব ছড়িয়ে পড়েছিল। দেশে দেশে লকডাউন, সোশ্যাল ডিস্টান্স মেইন্টেইন সহ একাধিক সতর্কতা মূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু এখন করোনা প্রকোপ তেমনভাবে নেই তবে কিভাবে আক্রান্ত হেড তাঁর তল্লাশি চলছে।
রবিবার কোচ ভেট্টোরি বলেছেন, “হেডের কোভিড-১৯ হয়েছে। তাই ও যেতে পারছে না। আশা করি পরের ম্যাচেই ওকে পাওয়া যায়। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠছে কি না এবং খেলার মতো অবস্থায় রয়েছে কি না সেটা আগে দেখতে হবে।”
হেড এখনও হায়দরাবাদ শিবিরে যোগ দেননি। তাঁর আসার কথা সোমবার সকালে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊