বয়েজ রিক্রিয়েশন ক্লাব এবং ইন্ডিয়ান আর্ট এন্ড কালচারাল সোসাইটির পরিচালনায় তিনদিনের চিত্রকলা প্রশিক্ষণ ও প্রদর্শনী

Mega Art Meet


৬, ৭ এবং ৮ই জুন বয়েজ রিক্রিয়েশন ক্লাব এবং ইন্ডিয়ান আর্ট এন্ড কালচারাল সোসাইটির পরিচালনায় দিনহাটা শহরে অনুষ্ঠিত হচ্ছে Mega art meet-2025। তিনদিনের এই আবাসিক মিট নিয়ে আজ সাংবাদিক বৈঠক করলেন আয়োজকরা।

জানা যাচ্ছে অংশ গ্রহনের জন্য "গ্রুপ-এ" বিভাগে ১২ বছর থেকে ১৮ বছর পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এই গ্রুপের জন্য ৫০ টাকা মূল্যের আবেদনপত্র পূরণ করে আগামী ২০শে মে, ২০২৫, সকাল দশটায় ব্যক্তিগত সাক্ষাতের মধ্য দিয়ে নির্বাচিত হতে হবে। নির্বাচিত শিক্ষার্থীরা আবাসিক ১,০০০/-টাকা এবং অনাবাসিক ৭০০/-টাকা শিবির দক্ষিণা প্রদানের মাধ্যমে অংশ নিতে হবে। মহিলা আবাসিক শিক্ষার্থীর ক্ষেত্রে প্রয়োজনে একজন অভিভাবিকা শিবিরে অংশ নিতে পারবে সেক্ষেত্রে অতিরিক্ত পাঁচশত টাকা জমা করাতে হবে। তিন দিনের এই আবাসিক ও অনাবাসিক উভয় শিক্ষার্থীদের অভিজ্ঞ শিক্ষক শিল্পী দ্বারা শিক্ষাদানের সাথে সাথে অঙ্কন সামগ্রী, শংসাপত্র, এবং আহারের ব্যবস্থা থাকবে।

"গ্রুপ-বি" এর ক্ষেত্রে ১৮ বছরের উর্ধ্বে শিল্পীরা নির্দিষ্ট আবেদন পত্র পূরণের মাধ্যমে সরাসরি অংশ নিতে পারবেন। শিবির দক্ষিণা-২৫০০/-টাকা। তিনদিনের এই আবাসিক শিবিরে অভিজ্ঞ শিল্পী শিক্ষক দ্বারা শিক্ষাদানের ব্যবস্থার সাথে সাথে অঙ্কন সামগ্রী, শংসাপত্র এবং থাকা-খাওয়ার ব্যবস্থা থাকবে।

আমন্ত্রিত প্রশিক্ষকদের মধ্যে রয়েছে কলকাতা থেকে আসছেন শিল্পী অপূর্ব সেনগুপ্ত, শিল্পী নারায়ণ মন্ডল, রায়গঞ্জ থেকে শিল্পী শিব শংকর উপাধ্যায়, গোহাটী শিল্পী দাদুল চালিয়া, বালুরঘাট থেকে শিল্পী পরেশ ঘোষ, শিল্পী অভিজিৎ গাঙ্গুলী, দুর্গাপুর থেকে শিল্পী রাহুল চক্রবর্তী ।




আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৫ই মে, ২০২৫। আবেদন পত্রের সাথে ব্যর্থ সার্টিফিকেট এর জেরক্স অথবা আঁধার কার্ডের জেরক্স জমা করাতে হবে। গ্রুপ -এ" ব্যক্তিগত সাক্ষাতের দিন ২০শে মে, ২০২৫ সকাল দশটা থেকে, স্থান বয়েজ রিক্রিয়েশন ক্লাব, দিনহাটা। (ব্যক্তিগত সাক্ষাতের সময় পুরনো পাঁচটি কাজ সঙ্গে আনতে হবে।) শুধুমাত্র নির্বাচিত শিক্ষার্থীরাই প্রদর্শনীর জন্য দুটো করে কাজ জমা করাতে পারবে।গ্রুপ বি এর ক্ষেত্রে প্রদর্শনীর জন্য তাদের একটি কাজ জমা করাতে পারবে।

বয়েজ রিক্রিয়েশন ক্লাব এবং ইন্ডিয়ান আর্ট এন্ড কালচারাল সোসাইটির পরিচালনা মেগা আর্ট মিট ২০২৫ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

Posted by Sangbad Ekalavya on Sunday, May 18, 2025