Latest News

6/recent/ticker-posts

Ad Code

Tapas Saha: নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো বিধায়ক তাপস সাহা প্রয়াত

Tapas Saha: নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো বিধায়ক তাপস সাহা প্রয়াত

MLA Tapas Saha, involved in recruitment corruption, passes away


প্রয়াত নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো তেহট্টের বিধায়ক তাপস সাহা (MLA Tapas Saha) । বুধবারই তেহট্টে নিজের বাড়িতে ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে কলকাতার বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।


২০২১ সাল পর্যন্ত পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক ছিলেন তাপস সাহা (MLA Tapas Saha)। ২০২১ সালে তাঁর বিধানসভা কেন্দ্র পরিবর্তন করে দল। তেহট্ট থেকে নির্বাচিত হন তাপস। এরপর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় তাঁর। বাড়িতে সিবিআইও হানা দেয়। তল্লাশি হয়, কণ্ঠস্বরও সংগ্রহ করে তদন্তকারীরা। এর মাঝেই বুধবার নিজের বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন তিনি।


নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত নদিয়ার তেহট্টের বিধায়কের (MLA Tapas Saha) বিরুদ্ধে তদন্ত শেষ হয়ে গিয়েছে বলে বুধবারই হাই কোর্টে জানিয়েছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এও জানানো হয়, বিচারপ্রক্রিয়া শুরু করার অনুমতি সম্প্রতি দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। তবে এই মামলায় রাজ্যের দুর্নীতিদমন শাখার আধিকারিকরা কেস ডায়েরি-সহ সম্পূর্ণ নথি দেয়নি বলে অভিযোগ সিবিআইয়ের। তার প্রেক্ষিতে আগামী ২০ মে পরবর্তী শুনানিতে এনিয়ে রাজ্যের বক্তব্য জানতে চেয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। যদিও কেস ডায়েরির একটা প্রতিলিপি আদালতের কাছে আছে বলে দাবি করেন তাপস সাহার আইনজীবী। এর মাঝেই প্রয়াত হলেন তাপস সাহা (MLA Tapas Saha)।


নদিয়া জেলারই চাপড়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান জানিয়েছেন, জেলা থেকে দলের একাধিক পদাধিকারী কলকাতায় যাচ্ছেন। প্রয়াত বিধায়কের শেষকৃত্য কবে, কখন এবং কী ভাবে হবে, তা দল এবং তাপসের পরিবারের সঙ্গে কথা বলেই স্থির হবে বলে জানিয়েছেন রুকবানুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code