রবীন্দ্র –নজরুল সন্ধ্যা, বাংলা ভাষা মঞ্চের সম্প্রীতির বার্তা

Rabindra-Nazrul Sandhya, a message of harmony on the Bengali language stage

গত ১৪ই মে সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চের উদ্যোগে কলিকাতা বিশ্ববিদ্যালয় জাতীয় সংহতি কেন্দ্রে আয়োজিত হয় রবীন্দ্র –নজরুল সন্ধ্যা । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঞ্চের কেন্দ্রীয় সম্পাদক ভাষা গবেষক নীতীশ বিশ্বাস । বক্তব্য রাখেন অধ্যাপক উত্তম কুমার বিশ্বাস, (প্রেসি ডেন্সী ) জয়ন্ত রায় (রবীন্দ্র ভারতী) সাহিত্যিক অমিতাভ চক্রবর্তী ও লেখিকা বেবী কারফর্মা । উদ্বোধোনী সঙ্গীত করেন যাদবপুর ঐকতানের শিল্পীবৃন্দ ( নূপুর লোধ,মুন মুন মান্না ও অনুরাধা দাস)। প্রখ্যাত বাক্শিল্পী রনেন্দ্র,নাথ ধাড়ার নজরুল ইসলামের সুখ্যাত কবিতা ( আনন্দময়ীর আগমনে-র ) আবৃত্তি সকলকে চমকিত ও আন্দোলিত করে দেয় ।



রবীন্দ্র নাথের ভাষা ভাবনা ও বর্তমান ভারতে বাংলা ভাষার অস্তিত্বের সমস্যা নিয়ে বক্তব্য রাখেন উত্তম বিশ্বাস ও জয়ন্ত রায়। তারা কেবল রবীন্দ্রনাথের ব্যাকরন ভাবনা ই নয় তাকে অতিক্রম করে শিক্ষার মাধ্যম হিসেবে বিশ্বভারতীতে বাংলার ব্যবহার ও তার পরিবেশ নিয়ে দৃষ্টান্ত আলোচনা উপস্থাপিত করেন। উত্তম বাবু বিশেষ ভাবে একক ভাষা ভাষী মানুষের মাতৃভাষার অধিকার ও ভারতে ঐক্যবদ্ধ ভাষা আন্দোলনের বীজ নিহিত যে ভাষা গণতন্ত্রের প্রতিষ্ঠার ভিতর তার ব্যখ্যা করেন তার বিদগ্ধ ভাষণে । কবি নজরুলের জীবনের সঙ্গে চূরুলিয়ার সম্পর্ক বিষয়ে গবেষণাধর্মী নিবন্ধ পেশ করেন সাহিত্যিক বেবী কারফরমা আর ভারতে সাম্যবাদী চেতনা প্রসারে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন কবি নজরুল ইসলাম ও তার উজ্জ্বল সহযোদ্ধা ভারতে সাম্যবাদী আন্দোলনের কিবদন্তী নেতৃত্ব মুজফফর আহমদ সে প্রসঙ্গে আলোচনা করেন সাহিত্যিক অমিতাভ চক্রবর্তী।এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপিকা সুমিতা পাত্র,,শিক্ষা বিদ নবকুমার কর্মকার, দীপঙ্কর মজুম দার, সন্দীপ বিশ্বাস ও সমীর বরণ দাস।

Rabindra-Nazrul Sandhya, a message of harmony on the Bengali language stage


সভাপতি নীতীশ বিশ্বাস, বর্তমানের ভারতের অসম্প্রীতির অন্ধকারে দাঁড়িয়ে নজরুল ইসলামকে সম্প্রীতির জীবন্ত আলোকস্তম্ভ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন রবীন্দ্রনাথের চলমান ও পরিবর্তমান জীবনে শেষ প্রান্তে এসে তিনি তার লেখায়,রেখায়, আদিগন্ত বিশ্ব ভারতীর পরিকল্পনায় ও বিশ্বসভায় যে মাবতার গান গেয়েছেন ,জীবনের অজস্র কাজে প্রয়োগ করেছেন, তার দৃষ্টান্ত বিশ্বে বিরল।

Rabindra-Nazrul Sandhya, a message of harmony on the Bengali language stage


আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠকরেন কবি শোভা মন্ডল, বিশ্বজিত সিংহ , সুতপা দাস, স্নিগ্ধা সেন, বৈশালী বিশ্বাস, শুক্লা ব্যনার্জি ও নিলীমা সরকার। সঙ্গীত পরিবেশন করেন অরুনাভ রায় , মৌসুমী দাস ও ড. দেবাশিস দত্ত,। কবি সম্মেলন পরিচালনা করেন অধ্যাপিকা যূথিকা পাণ্ডে। ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্য সম্পাদক তপন দাস ।