প্রয়াত নদিয়ার তেহট্ট বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস সাহা



প্রয়াত নদিয়ার তেহট্ট বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস সাহা। গত মঙ্গলবার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় অসুস্থ হয়ে কলকাতার বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি হন তিনি। বৃহস্পতিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া রাজ্য রাজনীতিতে।

প্রয়াত বিধায়কের শেষকৃত্য কবে, কখন এবং কী ভাবে হবে, তা দল এবং তাপসের পরিবারের সঙ্গে কথা বলেই স্থির হবে বলেই সূত্রের খবর। ২০১৬ সালে নদিয়ারই পলাশিপাড়া কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ী হন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাপসকে তেহট্টের প্রার্থী করে রাজ্যের শাসকদল। জয়ী হন তিনি। নদিয়ার দু’টি বিধানসভা কেন্দ্র থেকে জিতে টানা দু’বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তাপস।

গত বছর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সামনে এসেছিল তাপসের নাম। চাকরি দেওয়ার নাম করে তিনি কয়েক কোটি টাকা তুলেছিলেন বলে অভিযোগ ওঠে। তাঁর কণ্ঠস্বরও সংগ্রহ করে সিবিআই।




তেহট্ট নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অধীন। এদিকে গত ২ ফেব্রুয়ারি প্রয়াত হন কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত আর এক বিধানসভা কেন্দ্র কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। ফলে বিধায়ক শূন্য এই দুই বিধানসভা।