বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষনা দক্ষিণ আফ্রিকার 

South Africa



গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবছর শিরোপ দখলের লড়াইয়ে নামতে চলছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার তরফে ১৫ জনে স্কোয়াড ঘোষনা করা হয়েছে। অধিনায়ক টেম্বা বাভুমার নেতৃত্বাধীন সেই দলে রাখা হয়েছে মার্কায় থেকে লুঙ্গি এনগিদি, স্টাবসদের।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, করবিন বোশ, টনি ডি জর্জি, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ওয়ায়ান মুলডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, ট্রিস্টান স্টুবেলেন

১১ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই কারণে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বেশ কিছু ক্রিকেটারকে আইপিএলে বাকি অংশে পাওয়া যাবে কিনা তার নিয়ে সংশয় তৈরি হয়েছে।