IPL 2025: আইপিএলের শেষ পর্বে দিল্লি ক্যাপিটালসে যোগ দিচ্ছেন মুস্তাফিজুর রহমান
১৭ মে থেকে ফের শুরু হতে চলেছে আইপিএল । রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে । তবে আইপিএলের এই চূড়ান্ত পর্যায়ে বিদেশি ক্রিকেটারদের নিয়ে সমস্যায় অনেক দলই । আইপিএল বন্ধ হতেই দেশে ফিরে গিয়েছেন বিদেশি ক্রিকেটাররা আর ফিরবেন না। ফলে বিপাকে দলগুলি। এর মাঝেই দিল্লী ক্যাপিটালসে যোগ দিচ্ছেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।
আইপিএলের নিলামে ব্রাত্য হয় বাংলাদেশের ক্রিকেটাররা। অবিক্রিত অবস্থায় থাকে তাঁরা। তবে ভারত-পাক যুদ্ধ আবহে আইপিএল বন্ধের পর এবার নতুন করে আইপিএলের বাকি পর্ব শুরু হওয়ার আগে বিদেশি ক্রিকেটারদের না যোগ দেওয়ার সিদ্ধান্তের পর দরজা খুলতে শুরু করল বাংলাদেশের ক্রিকেটারদের।
দিল্লি ক্যাপিটালস আইপিএলের শেষ পর্বে পাবে না অস্ট্রেলিয়ার ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্ককে (Australian opener Jake Fraser-McGurk) । তাঁর পরিবর্ত হিসাবে তারা সই করাল বাংলাদেশের মিডিয়াম পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) । যিনি এর আগেও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলেছেন । ২০২২ ও ২০২৩ সালে ।
সব মিলিয়ে ২৯ বছর বয়সী পেসার আইপিএলে ৩৮ ম্যাচ খেলে ৩৮টি উইকেট নিয়েছেন । ওভার প্রতি ৭.৮৪ রান খরচ করে । বাংলাদেশের হয়ে ১০৬টি টি-২০ ম্যাচ খেলে ১৩২ উইকেট নেন মুস্তাফিজুর । সাদা বলের ক্রিকেটে তিনি বিশ্বের অন্যতম সেরা পেসার ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊