Neeraj Chopra: নীরজ চোপড়াকে দেওয়া হল সেনাবাহিনীর বড় পদ

Neeraj Chopra



টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) ইতিহাস গড়ে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে স্বর্ণপদক জিতেছিলেন নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিনে ফের রৌপ্যপদক জয়। কিংবদন্তি সেই নীরজ চোপড়া এবার বড়সড় প্রোমোশন পেলেন। ভারতের টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল পদ দেওয়া হল তাঁকে।

নীরজ চোপড়া ২০১৬ সালে নায়েব সুবেদার হিসেবে ভারতীয় টেরিটোরিয়াল সেনাবাহিনীতে যোগদান করেন এবং ২০২১ সালে সুবেদার এবং ২০২২ সালে মেজর সুবেদার পদে পদোন্নতি পান। গত ১৬ এপ্রিল থেকেই লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি হয়েছে নীরজের।

২৭ বছর বয়সী এই খেলোয়াড় ২০২৩ সালে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতেন। গত বছর চোট আঘাত ভুগিয়েছে নীরজ চোপড়াকে। দীর্ঘ বিরতির পর নীরজ চোপড়া অবশেষে ফিরছেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। তিনি আগামী শুক্রবার, ১৬ মে থেকে শুরু হওয়া দোহা ডায়মন্ড লিগে অংশগ্রহণ করবেন।