কাশ্মীরের ঘটনার পর ট্রেন যাত্রীদের নিরাপত্তায় কড়া রেল পুলিশ

Railway police tighten security for train passengers after Kashmir incident


এবার রেলে নাশকতার ছক জঙ্গিদের? তারই ভিত্তিতে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।

জলপাইগুড়ি রোড স্টেশন এর আরপিএফ এর তরফে চ্যাংরাবান্ধা বাংলাদেশ বর্ডার সহ তিস্তা সেতু, জলপাইগুড়ি রোড স্টেশন, ময়নাগুড়ি স্টেশন সহ বিভিন্ন জায়গায় চলছে টহল। নামানো হয়েছে স্নিফার ডগ।

জলপাইগুড়ি রোডে কর্তব্যরত আরপিএফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত বলেন, উপর মহল থেকে নির্দেশ এসেছে, সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে বাড়তি নজরদারি চালাতে বলা হয়েছে। সেকারণে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকার রেল স্টেশন ও সেতুগুলিতে বাড়তি টহল চলছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য বিশেষ তৎপর আমরা।