Latest News

6/recent/ticker-posts

Ad Code

সেনাবাহিনীর ক্যাম্পে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ আফগানিস্তানী

সেনাবাহিনীর ক্যাম্পে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ আফগানিস্তানী

Afghan national arrested for trying to enter army camp


মাটিগোড়া থানা এলাকার সেনাবাহিনীর ক্যাম্পে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ আফগানিস্তানী । ৩৩ ক্রপসের সেনাবাহিনী তাকে আটক করে মাটিগোড়া থানার পুলিশের হাতে তুলে দেয়।

ধৃত ব্যক্তি আফগানিস্তানী হলেও বেশ কয়েক বছর ধরে ভারতের অসমে চিরান জেলায় থাকতো। ধৃতের পরিবার রয়েছে আফগানিস্থানেই।

সেনা সূত্রে ও মাটিগাড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে ইদানিং মাটিগাড়ার মেডিক্যাল মোড়ে ঘর ভাড়া নিয়ে সুদের কারবার করত সে । সেনাবাহিনীকে এবং পুলিশকে ধৃত জানিয়েছে সে সুদের টাকা আদায় করতেই সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোন কিছুকেই হালকা ভাবে নিতে চাইছে না সেনা এবং পুলিশ। সে কারণেই তাকে আটক করে সেনা এবং তুলে দেয় মাটিগোড়া থানার পুলিশের হাতে।

আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। তবে তাকে জিজ্ঞাসাবাদে তেমন সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। তবে তার গতিবিধির ওপরে নজর রাখবে পুলিশ বলেই জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code