বেতন বৈষম্যের প্রতিবাদে দিনহাটা ডিপোতে এনবিএসটিসি কর্মীদের বিক্ষোভ

Nbstc



বেতন বৈষম্য ও দাবি পূরণে অবহেলার প্রতিবাদে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (এনবিএসটিসি)-এর দিনহাটা ডিপোর চুক্তিভিত্তিক (কন্ট্রাকচুয়াল) কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। সোমবার দুপুর ১২টার দিকে দিনহাটা কৃষি মেলা সংলগ্ন এলাকায় এনবিএসটিসি ডিপোর সামনে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।




কর্মীদের অভিযোগ, এনবিএসটিসি কর্তৃপক্ষ চালকদের বেতন বৃদ্ধি করলেও চুক্তিভিত্তিক কর্মচারী ও কন্ট্রাক্টরদের বেতন বাড়ানো হয়নি। এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন। বিক্ষোভকারীরা দাবি করেন, একই প্রতিষ্ঠানে কাজ করেও তাদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে, যা অন্যায্য।




এ বিষয়ে এনবিএসটিসি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে বিক্ষোভকারীরা সতর্ক করেছেন, যদি তাদের দাবি না মানা হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।