Operation Sindoor এর পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

Narendra Modi



পহেলগাম কাণ্ডের পর জঙ্গি নিকেশে বড় পদক্ষেপ নিয়ে 'অপারেশন সিঁদুর' এর সূচনা করে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরের পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথম প্রকাশ্যে বক্তৃতা রাখবেন প্রধানমন্ত্রী মোদী।

গত ২২ এপ্রিলের পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে গত ৬ মে গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাবের ন’টি জঙ্গিডেরা ‘অপারেশন সিঁদুর’-এ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের দাবি, শতাধিক জঙ্গি নিহত হয় ওই অভিযানে। তার পরে এলওসি এবং আন্তর্জাতিক সীমান্তে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।

এরপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ভারত পাকিস্তান দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়। সীমান্তে সংঘর্ষবিরতির মধ্যেও পাকিস্তান সেনার ধারাবাহিক হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কোনও ঘোষণা করতে চলেছেন বলে মনে করা হচ্ছে।