‘তিনটি সূত্রে গাঁথা নয়া ভারতের জীবন’, পঞ্জাবের বিমানঘাঁটিতে পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

pm modi


অপারেশন সিঁদুর’-এর সাফল্য এসেছে ভারতীয় সেনার হাত ধরেই! মঙ্গলবার পঞ্জাবের আদমপুরের বায়ুসেনাঘাঁটিতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাঁও কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের সংঘর্ষে সংঘর্ষ বিরতির মাঝে আজ সকালে পাঞ্জাবের বায়ুসেনা ঘাঁটিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বায়ুসেনার জওয়ানদের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথাও বলেন প্রধানমন্ত্রী। ভারত-পাক সংঘর্ষ আবহে এই বায়ুসেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বায়ুসেনার তৎপরতায় সেই হামলা প্রতিহত করা হয়েছে।

পঞ্জাবের আদমপুরের বায়ুসেনাঘাঁটিতে গিয়ে সেনাবাহিনীর সকল সদস্যকে ‘স্যালুট’ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তা-ই নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধেও সুর চড়ান তিনি। মনে করিয়ে দেন, ‘নয়া ভারতের’ সংজ্ঞা এবং ‘তিন সূত্রের’ কথা। সেই সূত্রগুলি, তা-ও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘এক: সন্ত্রাসবাদী হামলা হলে ভারত চুপ করে বসে থাকবে না। নিজের শর্তে জবাব দেবে। দুই: ভারত কোনও নিউক্লিয়ার ব্ল্যাকমেল (পরমাণু হুমকি) সহ্য করবে না। তিন: সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের আলাদা করে দেখবে না ভারত।’’

মোদীর বক্তব্য, ‘‘অপারেশন সিঁদুরের আওয়াজ শত্রুদের কানে বাজছে। যারা আমাদের মা-বোনদের সিঁদুর মুছেছে, ঘরে ঢুকে তাদের শেষ করা হয়েছে। জঙ্গিরা কাপুরুষের মতো লুকিয়ে ছিল। কিন্তু আমাদের সেনাবাহিনী, সেখানে গিয়ে তাদের শেষ করেছে। আপনারা (ভারতীয় সেনাবাহিনী) ওদের সামনে থেকে হামলা করেছেন। জঙ্গিদের ন’টি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছেন। ১০০ জনের বেশি জঙ্গিকে শেষ করেছেন।’’

তাঁর কথায়, ‘‘আপনারা পাকিস্তান সেনাকে বুঝিয়ে দিয়েছেন, জঙ্গিরা যেখানে বসে শান্তির নিশ্বাস নেবে, সেখানে ঢুকে আপনারা মারবেন। আমাদের ড্রোন, ক্ষেপণাস্ত্রের চিন্তায় ওদের ঘুম উড়েছে। অপারেশন সিঁদুর দেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেক। এক সুতোয় বেঁধেছে সকল দেশবাসীকে। আপনারা যা করেছেন, তা অকল্পনীয়, অদ্ভুত, অভাবনীয়।’’

মোদীর কথায়, ‘‘আমাদের নয়া ভারত শান্তি চায়। কিন্তু কেউ যদি মানবিকতাকে আঘাত করে, তবে ভারতও যুদ্ধে নামতে ভাববে না।’’

এক্স হ্যান্ডলে বায়ুসেনাঘাঁটিতে জওয়ানদের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন মোদী। তিনি লেখেন, ‘‘মঙ্গলবার সকালে আদমপুরের বায়ুসেনাঘাঁটিতে গিয়েছিলাম। আমাদের বাহাদুর জওয়ানদের সঙ্গে দেখা করলাম। যাঁরা পাকিস্তানের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে, বাহাদুরির সঙ্গে লড়াই করেছে, তাঁদের সঙ্গে সাক্ষাৎ আমার কাছে এক বিশেষ অভিজ্ঞতা। সেনাবাহিনীর প্রতি গোটা দেশ কৃতজ্ঞ। তারা দেশের সুরক্ষার জন্য সর্বদা প্রস্তুত।’’