স্মার্ট মিটারে জুতোর মালা! বিদ্যুতের স্মার্ট মিটার বসানো বন্ধের দাবিতে বিক্ষোভ আইএনটিইউসি

Intuc



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান: 

বিদ্যুতের স্মার্ট মিটার চালু হলে আদতে তার ফলে ক্ষতিগ্রস্ত হবে গ্রাহক তথা সাধারণ মানুষই। আর লাভবান হবে বিদ্যুৎ পরিষেবার সাথে যুক্ত বেসরকারি সংস্থাগুলি। কেন্দ্র ও রাজ্যের শাসকদলের মদতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে মঙ্গলবার বিদ্যুতের স্মার্ট মিটার বসানো বন্ধের দাবিতে বর্ধমান শহরের পাওয়ার হাউস পাড়ায় বিদ্যুৎ দপ্তরের সামনে মঙ্গলবার বিক্ষোভে সামিল হন এবং স্মারকলিপি প্রদান করেন কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি। 


তাদের দাবি, সাধারণ মানুষের বাড়িতে তাঁদের অনুমতি ছাড়াই জোর করে এই স্মার্ট মিটার বসানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।স্মার্ট মিটার বসানো এই মুহূর্তে যে বাধ্যতামূলক নয়, তার বিজ্ঞপ্তি বা নিয়মাবলী আগে জনসম্মুখে আনতে হবে। এদিনের এই কর্মসূচি ঘিরে বর্ধমান থানার বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয়।



জেলা আইএনটিইউসি সভাপতি গৌরব সমাদ্দার বলেন, “কেউ যদি নিজে ইচ্ছুক না হন, তাহলে তাঁকে জোর করে স্মার্ট মিটার বসাতে বাধ্য করা উচিত নয়। অভিযোগ, কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে সাধারণ মানুষের ঘাড়ে এই সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, যার ফল ভোগ করতে হবে আগামী দিনে গ্রাহক তথা সাধারণ মানুষকেই। তাই আজ আমাদের এই স্মারকলিপি প্রদান করা।”



এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি প্রবীর গাঙ্গুলী, জেলা আইএনটিইউসি সভাপতি গৌরব সমাদ্দার সহ অন্যান্য কংগ্রেস ও শ্রমিক সংগঠনের নেতৃত্বরা।