পাঞ্জাব-দিল্লী ম্যাচের মাঝেই নিভল স্টেডিয়ামের বাতি, বাতিল হল ম্যাচ
ধর্মশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মাঝপথেই হয়ে গেল বাতিল। জম্মুতে পাকিস্তানের আক্রমণের পরেই মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়। দর্শকদের মাঠ ছাড়তে বলা হয়েছে। এর পরেই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ধর্মশালায় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে এবং ম্যাচটি বাতিল করা হয়েছে।
এদিন মাঠে তখন পঞ্জাব কিংসের (PBKS vs DC) ব্যাটাররা ঝড় তুলেছেন। ঝোড়ো হাফসেঞ্চুরি করেছেন পঞ্জাব কিংসের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিংহ। প্রিয়াংশ ফিরলেও ক্রিজে ছিলেন প্রভসিমরন। তখনই আচমকাই নিভতে শুরু করে স্টেডিয়ামের আলো। প্রথমে মনে হয়েছিল, বিদ্যুৎ বিভ্রাট কিংবা বাতিস্তম্ভের সমস্যা। পরে দেখা যায়, ক্রিকেটারদের মাঠ থেকে বার করে আনা হচ্ছে। গ্যালারিও ফাঁকা করে দেওয়া শুরু হয়।
এরপর আইপিএলের তরফে জানানো হয়, ম্যাচ বাতিল। কোনও ফলাফল হয়নি। যদিও কারণ স্পষ্টভাবে জানানো হয়নি।
ধর্মশালায় আরও একটি ম্যাচ ছিল। সেটি সরিয়ে দেওয়া হয়েছে অহমদাবাদে।
বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, নিরাপত্তা সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনা এবং সংলগ্ন এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলি আটকানো হয়েছে বলে খবর। জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনেও দু’টি পাকিস্তানি ড্রোন গুলি করে নামানো হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊