India-Pakistan War News Updates: গ্রেপ্তার পাকিস্তানি পাইলট, এবার আক্রমন ইসলামাবাদে

India-Pakistan War News Updates: গ্রেপ্তার পাকিস্তানি পাইলট, এবার আক্রমন ইসলামাবাদে


জম্মু বিভাগের আখনুর সহ জম্মুর বেশ কয়েকটি জেলায় সম্পূর্ণ ব্ল্যাকআউট জারি করা হয়েছে এবং এই অঞ্চলে সাইরেন শোনা যাচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, পাকিস্তান জম্মুতে বিক্ষিপ্ত অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং ভারতীয় বিমান প্রতিরক্ষা পাল্টা গুলি চালাচ্ছে। ড্রোন হামলা নিরপেক্ষ করার জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।


পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান ধ্বংস করে দিল ভারতের ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ (এয়ার ডিফেন্স সিস্টেম)। বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীর, রাজস্থান এবং পঞ্জাবের কয়েকটি জায়গায় পর পর হামলায় চালায় পাকিস্তানি সেনা। আর সেই হামলাকে রুখে দিয়েছে ভারত।


গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান। ধ্বংস করা হয়েছে পাকিস্তানের জেএফ ১৭ যুদ্ধবিমানও। ড্রোনের মাধ্যমেও হামলা চালানো হয়েছিল। তাও বানচাল করে দিয়েছে ভারত।


এদিকে, ভারতীয় সেনাবাহিনী রাজস্থানের জয়সলমীর থেকে একজন পাকিস্তানি পাইলটকে আটক করেছে। পাকিস্তানি পাইলট যুদ্ধবিমান নিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করেছিল।


বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনা এবং সংলগ্ন এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলি আটকানো হয়েছে বলে খবর।


আর এরপরই আক্রমনে নেমেছে ভারতীয় সেনা। লাহোরের পর এবার সিয়ালকোটে প্রত্যাঘাত। ফের প্রত্যাঘাত করল ভারত। পাকিস্তানের হামলার জবাব ভারতের।