মোদির হুঁশিয়ারির পরই ফের ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের! 

Ind pak


পহেলগাও কান্ডের পর জঙ্গি নিকেশের বড় পদক্ষেপ নিয়ে অপারেশন সিঁদুর আরম্ভ করেছে ভারত। এই আবহে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রী মোদির ভাষনের কিছু সময়ের পরেই ফের জম্মু ও কাশ্মীরে সাম্বায় পাক ড্রোন এমনটাই খবর।

সংবাদসংস্থা এএনআই থেকে খবর, সাম্বার আকাশে বেশ কয়েকটি ড্রোনের উপস্থিতি দেখে ভারতীয় সেনার এয়ার ডিফেন্স বাহিনী প্রত্যাঘাত করে। তার পরে আর ড্রোনগুলিকে দেখা যায়নি।


 বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর সোমবার রাতে সাম্বা এবং আখুনর সেক্টরে ভারতের আকাশসীমায় পাক ড্রোনের উপস্থিতি নজরে এসেছে। পাশাপাশি, উধমপুরে ভারতীয় সেনার উত্তরাঞ্চলীয় কমান্ডের সদর দফতর এবং বিমানঘাঁটির উপরেও ড্রোনের উপস্থিতি নজরে এসেছে বলে প্রকাশিত একটি খবরে দাবি। জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে পঞ্জাবের সীমান্ত এলাকা হোশিয়ারপুর থেকে।

সোমবার রাতেই পহেলগাঁও হামলা ও অপারেশন সিদুুঁর নিয়ে জাতির উদ্দেশে ভাষণে কড়া ভাষায় সন্ত্রাস নিয়ে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদি সাফ জানিয়েছেন, আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। ‘টেরর’ ও ‘টক’ (সন্ত্রাস এবং আলোচনা) একসঙ্গে চলতে পারে না।



পাঞ্জাবের হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন বলেছেন, "আমরা কিছু সময়ের জন্য দাসুয়া এবং মুকেরিয়ান এলাকায় সতর্কতামূলক আংশিক বিদ্যুৎ বিচ্ছিন্নতা ঘোষণা করছি... আমি হোশিয়ারপুরের বাসিন্দাদের কাছে আবেদন করছি যে তারা স্বেচ্ছায় বিদ্যুৎ বিচ্ছিন্নতা পালন করুন এবং তাদের ঘরের ভেতরে থাকুন। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই..."