‘অপারেশন সিঁদুর’ শেষ হয়নি, স্পষ্ট করে দিল বায়ুসেনা!

Operation Sindoor


‘অপারেশন সিঁদুর’ শেষ হয়নি, স্পষ্ট করে দিল বায়ুসেনা! শনিবার ভারত-পাকিস্তান সংঘর্ষে নয়া মোড় নেয় যুদ্ধ বিরতি। শনিবার বিকেল ৫টা থেকে দুই দেশ সংঘর্ষ থেকে বিরত থাকবে এমন সিদ্ধান্তের কয়েক ঘন্টা পরেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। ব্ল্যাক আউট পরিস্থিতির সৃষ্টি হয় সীমান্তে। এর মাঝেই আজ বায়ুসেনা স্পষ্ট করলো অপারেশন সিঁদুর এখনোও জারি আছে।

‘অপারেশন সিঁদুর’ এখনও চলছে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির এক দিন পরে, রবিবার এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) জানিয়ে দিল ভারতীয় বায়ুসেনা। তবে এই নিয়ে দেশবাসীকে কোনও রকম জল্পনা বা ‘ভুয়ো’ তথ্যে কান না দেওয়ার জন্য আবেদনও করেছে তারা। রবিবার ভারতীয় বায়ুসেনা জানাল, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও সেই জঙ্গিদমন অভিযান জারি রয়েছে।

রবিবার এক্স হ্যান্ডলে ভারতীয় বায়ুসেনা লিখেছে, ‘‘অপারেশন সিঁদুরে নিজের দায়িত্ব সফল ভাবে পালন করেছে ভারতীয় বায়ুসেনা। দেশের স্বার্থে নিখুঁত ভাবে, পেশাদারিত্বের সঙ্গে সেই কাজ করেছে তারা। সতর্কতা এবং বিচক্ষণতার সঙ্গে সেই অভিযান করা হয়েছে।’’ তার পরেই বায়ুসেনা জানিয়েছে, এই অভিযান এখনও চলছে। সেই নিয়ে দেশবাসীকে সময়মতো জানানো হবে। পোস্টে ভারতীয় বায়ুসেনা লিখেছে, ‘‘এই অভিযান চলছে। সময়মতো সেই বিষয়ে তথ্য দেওয়া হবে। জল্পনা এবং ভুয়ো তথ্যে কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ করছে আইএএফ।’’

পহেলগাম কাণ্ডের পর পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে ভারত। এরপর চলছে ভারত-পাক সংঘর্ষ। এর মাঝেই শনিবার যুদ্ধ বিরতি ঘোষনা হতেই অনেকেই মনে করে যুদ্ধ শেষ। কিন্তু আদতে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই জারি আছে তা স্পষ্ট করলো বায়ুসেনা।