উত্তরবঙ্গ থেকে সরাসরি দীঘার ছয়টি ভলভো বাসের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Bus


আজ ফুলবাড়ি সরকারি সভামঞ্চ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ছয়টি বাতানুকুল ভলবো বাসের আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাস ছয়টি চলবে - ১) কোচবিহার -দীঘা, ২) আলিপুরদুয়ার-দীঘা, ৩) জলপাইগুড়ি -দীঘা, ৪) শিলিগুড়ি -দীঘা, ৫) রায়গঞ্জ-দীঘা, ৬) মালদহ-দীঘা রুটে।

প্রসঙ্গত উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারেই সফর শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর। একে একে একাধিক কর্মসূচি তিনদিন জুড়ে রয়েছে মুখ্যমন্ত্রীর। এই সফর কর্মসূচির একটি হিসেবে ছিল ভলভো বাসের উদ্বোধন। মঙ্গলবার তার শুভ সূচনা করলেন তিনি।