কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে মামলার নির্দেশ হাই কোর্টের

Sofia




ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশির ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করা বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট। মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে বলে জানিয়েছে আদালত। ইতিমধ্যেই মন্ত্রীকে বরখাস্ত করার দাবি তুলেছে কংগ্রেস। এবার আইনি বিপাকে পড়লেন বিজেপি মন্ত্রী।

কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রী বিজয় শাহর। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত করে ভারত। শুরু হয় 'অপারেশন সিঁদুর।' এরপর সাংবাদিক বৈঠক করে সকলের চোখের মণি হয়েছেন সোফিয়া কুরেশি। এই পরিস্থিতিতে কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রী বিজয় শাহর।




তিনি বলেন, যারা আমাদের মা-মেয়ের সিঁদুর মুছে দিয়েছে, তাঁদের নিজের বোনকেই ব্যবহার করে, হামলাকারীদের নাস্তানাবুদ করেছি। ওরা (জঙ্গিরা) পোশাক খুলিয়ে বেছে বেছে হিন্দুদের মেরেছে। আর মোদিজি, ওদের বোনকে দিয়েই উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। মোদিজি তো আর ওদের মতো ব্যবহার করতে পারেন না। তাই ওদের সমাজের বোনকে দিয়েই ওদের বারোটা বাজিয়েছে।' এই মন্তব্যে সোফিয়া কুরেশির নাম না নিলেও মন্তব্য যে তাঁকে উদ্দেশ্য করেই তা বুঝতে বাকি ছিল না কারও।


বিজেপি মন্ত্রী বিজয় শাহর এরুপ মন্তব্যে কার্যত নিন্দার ঝড়। কুরেশিকে জঙ্গিদের সম্প্রদায়ের বোন বলে উল্লেখ করায় বিজেপি নেতার বিরুদ্ধে সরব হয় গোটা দেশ।