Muhammad Yunus: পদত্যাগ করতে চাইছেন মহম্মদ ইউনুস! ফের বড় পরিবর্তনের বাংলাদেশে?

Muhammad Yunus


পদত্যাগ করতে চাইছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মহম্মদ ইউনুস। সম্প্রতি মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ সেনার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে । বাংলাদেশে নির্বাচন নিয়ে, বিএনপির সঙ্গে গলা মিলিয়েই তত্ত্বাবধায়ক সরকারের উপর চাপ সৃষ্টি করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান । ৯ মাস ধরে অভিভাবকহীন বাংলাদেশ এবার কি আরোও বড় পরিবর্তন?

দেশের বর্তমান অবস্থায় নাকি কাজ করতেই পারছেন না মহম্মদ ইউনূস। তিনি নাকি পদ ছাড়তে চান। এমনটাই খবর। জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম মহম্মদ ইউনুসের সাথে দেখা করে জানান জল্পনা সত্য। পদত্যাগ করতে চান মহম্মদ ইউনুস। বিবিসি বাংলাকে নাহিদ জানান, "আমরা আজ সকাল থেকেই স্যারের (ইউনূস) পদত্যাগের খবর পাচ্ছি। তাই আমি স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। তিনি বলেছেন, তিনি সত্যিই এ বিষয়ে ভাবছেন। তিনি মনে করেন এখন পরিস্থিতি এমন যে তিনি কাজ করতে পারছেন না"।

ইউনূস জানিয়েছেন, রাজনৈতিক দলগুলি একটি সাধারণ ভিত্তি তৈরি করতে না পারলে তিনি কাজ করতে পারবেন না। যদিও নাহিদ তাঁর ‘স্যর’কে তিনি পদত্যাগ না করার অনুরোধই জানিয়ে এসেছেন। এমনটাই জানান নাহিদ।