‘অযোগ্য হিসাবে চিহ্নিত’ চাকরি হারাদের আবেদন খারিজ করে 'সুযোগ নয়' জানালো সুপ্রিমকোর্ট
২০১৬ সালের এসএসসির প্যানেল বাতিলের পর চাকরি গিয়েছে প্রায় ২৫,৭৩৫। দেশের শীর্ষ আদালত আদালতে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যাঁরা ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’, তাঁদেরকে বেতনও ফেরত দিতে হবে এবং তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আর যোগ দিতে পারবেন না। কিন্তু সুপ্রিমকোর্টের কাছে 'অযোগ্য হিসেবে চিহ্নিত' রা এপ্রিল মাসের বেতন ও চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ চেয়ে আবেদন করেছেন। সেই মামলায় শুক্রবার সুপ্রিম কোর্টে চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোর ধাক্কা খেল।
এদিন দেশের শীর্ষ আদালত অযোগ্য চাকরিহারাদের সেই মামলা খারিজ করে দেয়। আদালতের তরফে এও বলা হয়, CBI-র উদ্ধার করা OMR এবং কমিশনের কাছে থাকা নম্বরের পার্থক্য রয়েছে। চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোড়া আবেদনই সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে এদিন। সওয়াল জবাবের পর বিচারপতি বলেন, 'মামলার শুনানির সময় আপনারাও হাজির ছিলেন। নিজেদের অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন। যারা সংশয়ে ভুগতে চান, তারা নতুন নতুন পথে সংশয়ে ভুগবেন। তাদের আবেদনে সাড়া দেওয়ার কোনও কারণ নেই।' ৩রা এপ্রিলের রায়ে হস্তক্ষেপ করা হবে না বলেও জানিয়ে দেন।
'আমরা যোগ্যদের শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য সুযোগ দিয়েছি। আপনাদের জন্য সুযোগ নয়', চিহ্নিত 'অযোগ্যদের' আর্জি খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। চাকরি বাতিলের পর রাজ্যের আবেদনে ১লা ডিসেম্বর পর্যন্ত শুধু শিক্ষকদের চাকরি বহাল রেখেছে সুপ্রিমকোর্ট। সেই সময়ই সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, 'আমরা পড়ুয়াদের শিক্ষা নিয়ে চিন্তিত। এই নির্দেশের ফলে কেউ বিশেষ সুবিধা পাবেন না'। তবে শিক্ষাকর্মীদের রায়ে কোনো রুপ পরিবর্তন করা হয়নি। আগের রায়ছি বহাল রাখা হয়েছিল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊