জোড়া সরকারি বাস পরিষেবার সূচনা বিধায়কের
শুক্রবার বীরভূম জেলায় জোড়া সরকারি বাস পরিষেবার সূচনা করলেন সিউড়ি বিধানসভাকেন্দ্রের তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী । দীঘা জগন্নাথ মন্দির দর্শনের জন্য জনসাধারণের সুবিধার্থে বীরভূম জেলার সদর শহর সিউড়ি থেকে দিঘা (ভায়া - দুর্গাপুর,বাঁকুড়া) সরকারি বাস পরিষেবার সূচনা করলেন সিউড়ি বিধানসভাকেন্দ্রের তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী । এতে সহজেই সিউড়ি সহ আশেপাশের মানুষজন দীঘা যেতে পারবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক মাস আগে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে, বীরভূম জেলার প্রান্তিক অঞ্চল রাজনগর থেকে কলকাতা (ভায়া - বক্রেশ্বর,পানাগড়) সরকারি বাস পরিষেবার সূচনা করলেন সিউড়ি বিধানসভাকেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী । ইতিহাস প্রসিদ্ধ স্থান রাজনগর । কোনো রেললাইন না থাকায় বাস যোগাযোগই ভরসা রাজনগর ব্লক এলাকার মানুষজনের । রাজনগর থেকে কলকাতা যাওয়ার সরকারি বাস পরিষেবার শুরু হওয়ায় আপামর জনসাধারণের সুবিধা হবে বলে আশা সাধারণ মানুষজনের ।
এই নতুন পরিষেবা প্রতিদিন সিউড়ি থেকে ছাড়বে সকাল ৬:৩০ টায় এবং দীঘা থেকে রওনা দেবে সকাল ৯:৩০ টায়। এই উদ্যোগে সিউড়ি ও তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা উপকৃত হবেন, বিশেষত যাঁরা দীঘা ভ্রমণ করতে আগ্রহী অথবা কাজের প্রয়োজনে ওইদিকে যাতায়াত করেন।
বিধায়ক শ্রী বিকাশ রায় চৌধুরী জানান, “মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়েই এই নতুন রুটের উদ্বোধন। আমাদের লক্ষ্য আরও উন্নত ও জনমুখী পরিবহণ ব্যবস্থা গড়ে তোলা এই বাস পরিষেবা রুটে নিয়মিত চলাচল করবে এবং ভ্রমণপিপাসু মানুষ ও পর্যটকদের জন্য এটি একটি বড় সুবিধা হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊