শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা জুড়ে মে দিবস উদযাপন
শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা জুড়ে সিপিএম এবং তৃণমূলের পক্ষ থেকে পালিত হল ঐতিহাসিক মে দিবস। জলপাইগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডেও ভারতের কমিউনিস্ট পার্টি সিআইটিইউ এর তরফ থেকে শ্রমিক দিবস পালন করার পাশাপাশি চা মহল্লার পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের সামনে এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ডিপোয় ডান বাম সব দলেরই শ্রমিক সংগঠনের ব্যানারে মে দিবস উপলক্ষ্যে পতাকা উত্তোলন করা হয়। বিকেলে বামেদের তরফে জলপাইগুড়ি জেলায় শ্রমজীবী মানুষকে নিয়ে মিছিলের ডাক দেওয়া হয়েছে।
এরই পাশাপাশি, বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের উদ্যোগে এই দিনটি জেলা কংগ্রেস দপ্তর রাজিব ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
এরই পাশাপাশি, ১লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকার সমস্ত সিপিআই(এম) পার্টি দপ্তর, চা বাগান, টোটো স্ট্যান্ড, বিভিন্ন কলকারখানায় উৎসবের মেজাজে পালিত হয়। শিরীষতলায় সিপিআই(এম) সদর পশ্চিম এরিয়া কমিটির দপ্তরে পতাকা উত্তোলন করেন প্রাক্তন সাংসদ জিতেন দাস, সিআইটিইউ জেলা দফতরে কর্মসূচি পালিত হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊