'আন্দোলনেরও একটা লক্ষনরেখা আছে', চাকরিহারাদের আন্দোলন নিয়ে আর কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ সফরের প্রাক্কালে চাকরি হারা কর্মীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলন করার একটি নির্দিষ্ট সীমা রয়েছে, সেকথা চাকরিহারাদের স্মরণ করিয়ে দিলেন তিনি। পাশাপাশি, শিক্ষকদের আন্দোলনে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিভিন্ন রাজনৈতিক শক্তি উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ তুললেন তিনি।
মমতা বলেন, ‘‘আন্দোলনকারীদের জন্য আমার যথেষ্ট সহানুভূতি ছিল, আছে এবং থাকবে। কিন্তু আদালতেরও কিছু বাধ্যবাধকতা থাকে। আদালত কোনও সিদ্ধান্ত নিলে আমরা তা মানতে বাধ্য। এখনও কারও মাইনে বন্ধ হয়নি। গ্রুপ সি, ডি কর্মীদেরও টাকা দেওয়া হচ্ছে। অথচ আন্দোলনে শিক্ষকদের থেকে বহিরাগতের সংখ্যা বেশি রয়েছে। রাজনৈতিক দল উস্কানি দিচ্ছে। যারা উস্কানি দিচ্ছে, তারাই ওদের বিরুদ্ধে মামলা করেছিল। নাটের গুরুরা যদি স্বার্থরক্ষার গুরু হয়ে যায় তা হলে মুশকিল।’’ শিক্ষকদের রাজ্য সরকারের উপর আস্থা রাখতে বলেন মুখ্যমন্ত্রী।
আন্দোলনকারীদের উদ্দেশে মমতা বলেন, ‘‘শিক্ষকদের কাছ থেকে ন্যূনতম সৌজন্য, সম্মান প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আপনারা সমাজের সেবা করুন, শিক্ষা দিন।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊