'আন্দোলনের কোন আগামাথা নেই' - শিক্ষক আন্দোলন নিয়ে জানালেন ব্রাত্য বসু
বিকাশ ভবনের সামনে শিক্ষক শিক্ষিকারা যেভাবে আন্দোলনে নেমেছেন তাতে তারা দিশেহারা। আন্দোলনের কোন আগামাথা নেই দমদম বারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় এসে এমনটাই জানালেন ব্রাত্য বসু আগে ।
আজ তিনি সাংবাদিক বৈঠকে জানান- 'লিখিত কোন কমিউনিকেশন নেই। সচিবালয় থেকে বারবার জানতে চাওয়া হয়েছে এরা বসে আছেন কেন তখন যুদ্ধ চলছে দেশে। সিজ ফায়ার হওয়ার পর তখন আমরা জানতে চাই কিন্তু কোন উত্তর দেয়নি তারা।'
তিনি আরও বলেন-'আড়াই হাজার শিক্ষক আমাকে বলছে আমরা সরকারের সব কথা শুনে সরকারকে সহযোগিতা করতে রাজি আছি। আরেকটি অংশ চাইছে না। এভাবে চাল আর কাকর আমি কেন বাছাবাছি করতে যাব আমার কাছে সবাই সমান। দাবিটা কি সেটাই আমরা জানি না মিডিয়ার কাছ থেকে শুনছি।
পুলিশ বাড়াবাড়ি করছে এ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ সাংবাদিক সম্মেলন করে বিষয়টা সমস্ত খোলসা করে দিয়েছে। মিডিয়া আন্দোলনকারীদের মুখপাত্র হতে পারে কিন্তু সচিব হতে পারে না। লিখিত ভাবে কোন বার্তাই আসেনি। মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পারি ওরা পরীক্ষা দিতে চান না সসম্মানে স্কুলে যেতে চান। এটা সুপ্রিম কোর্টের নির্দেশ সেটা আমরা কিভাবে অবহেলা করি। যারা পরীক্ষা দিতে চান না তারাই কি একমাত্র । যারা ওখানে বসে আছেন তারা একটা অচল অবস্থা তৈরি করার জন্য বসে আছেন। সেটা কাঙ্ক্ষিত নয়। ওদের মাইনা সুনিশ্চিত করা, ওরা যাতে স্কুলে যেতে পারে সে বিষয়টা আমরা দেখছি।
তিনি আরও মনে করিয়ে দেন, মুখ্যমন্ত্রী ওদের ব্যাপারে সহানুভূতি সম্পন্ন। কেন এটা ওরা করছে? সেটা সবাই নয় একটা অংশ করছেন। অনেকে এই ধরনায় বসতে চান না। রিভিউ পিটিশন এর জন্য অপেক্ষা করুন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊