‘চাইলে আমরাই প্রতিনিধির নাম দিতাম, কেন্দ্রের পাশে আছি’, ইউসুফ-বিতর্কে ইতি মমতার

Mamata Banerjee


কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূলের ইউসুফ পাঠানকে তৈরি বিতর্কে ইতি টানলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তরবঙ্গ রওনার প্রাক মুহূর্তে তৃণমূল সুপ্রিমো এই বিতর্ককে 'অযথা' বলেও মন্তব্য করলেন। জানালেন, দলের প্রতিনিধি না পাঠানো মানে কেন্দ্রের সিদ্ধান্ত বয়কট করা নয়। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয়ে কেন্দ্রের পাশেই রয়েছে তৃণমূল।

তিনি বলেন, ”আমরা যে প্রতিনিধি পাঠাচ্ছি না বা পাঠাতে চাইছি না, তেমনটা নয়। কেন্দ্র তো দলকে কিছু না জানিয়েই ঠিক করেছে। তাদের কি উচিত ছিল না দলকে এটা জানানো? আমাদের কাছে চাইলে আমরাই প্রতিনিধির নাম পাঠাতাম। কিন্তু তা করেনি। আর আমাদের দল থেকে কে প্রতিনিধিত্ব করবে, সেটা তো আমরাই ঠিক করব। এছাড়া আমি লোকসভা, রাজ্যসভায় দলের চেয়ারপার্সন। আমাকেও তো কিছু জানানো হয়নি।”

তিনি আরোও বলেন, ”এটা নিয়ে অযথা বিতর্কের কিছু নেই। আমাদের দলের কেউ বিদেশে যাচ্ছে না, তার মানে এই নয় যে আমরা তা বয়কট করছি। জাতীয় নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রের পাশে আছি।”

আন্তর্জাতিক দরবারে সন্ত্রাসের প্রমাণ দেওয়ার লক্ষ্যে সর্বদলীয় এক প্রতিনিধি দল তৈরি হচ্ছে। সেই দলে তৃণমূলের তরফে বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম দিয়েছিল কেন্দ্র। এই মর্মে ইউসুফকে ফোন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। তারপরই অবশ্য তৃণমূলের তরফে তাঁর নাম প্রত্যাহার করা হয়। তৃণমূলের অন্য কোনও প্রতিনিধি পাকিস্তানের বিরুদ্ধে বিদেশ সফরে না থাকলেও বাংলার শাসকদল কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করবেন না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।