মুখ্যমন্ত্রীর সভাস্থলের উল্টোদিকে প্ল্যাকার্ড হাতে শিলিগুড়ি আদালতের আইনজীবিরা
তিনদিনের উত্তরবঙ্গ সফরেশিলিগুড়িতে পৌঁছালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের দিনেই তিনি অংশ নেন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে।
এই সম্মেলনে রাজ্যের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উত্তরবঙ্গের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি এবং প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের অর্থনৈতিক বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজ্য সরকার একাধিক প্রকল্প ও বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করছে।
উত্তরবঙ্গের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এই অঞ্চলকে আমরা আলাদা করে গুরুত্ব দিচ্ছি। পরিকাঠামো, পর্যটন ও কৃষিভিত্তিক শিল্পে বিশেষ জোর দেওয়া হবে।"
এদিন মুখ্যমন্ত্রী যখন দীনবন্ধু মঞ্চে বক্তব্য রাখছিলেন, তখন মঞ্চের কাছাকাছি রাস্তার পাশে প্ল্যাকার্ড হাতে নিজেদের দাবিতে অবস্থান নেন শিলিগুড়ি আদালতের একাংশ আইনজীবী। তাঁদের দাবি, অবিলম্বে একটি পূর্ণাঙ্গ কোর্ট বিল্ডিং নির্মাণ করতে হবে।
আইনজীবীদের বক্তব্য, বহুদিন ধরে এই দাবি জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে তাঁরা তাঁদের দাবি তাঁর কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে ছিলেন বলে জানান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊