WB upper primary tet: রাজ্যের D.EL.ED ও B.ED চাকরিপ্রার্থীদের জন্য সুখবর

WB upper primary tet


বিগত ১০ বছর থেকে রাজ্যে নেওয়া হয়নি আপার প্রাইমারির টেট পরীক্ষা। আর তাই এই বিষয়ে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কিছু পড়ুয়া। দায়ের হয় মামলা। সেই মামলায় এলো বড় জয়।

কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য SSC কে প্রশ্ন করেন NCTE এর নির্দেশ অনুসারে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়ার কথা বলা থাকলেও কেন বিগত ১০ বছরে একটিও পরীক্ষা নেওয়া হয়নি। এই বিষয়ে ৩ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেন।

অবশেষে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে নতুন আপার প্রাইমারি TET পরীক্ষা (WB upper primary tet) নেওয়া হবে।

জানাগেছে, যে কোনো বিষয়ে স্নাতক, সাথে D.EL.ED বা B.ED ডিগ্রি থাকলে এই পরীক্ষায় বসতে পারবেন পড়ুয়ারা। ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হবে।