Latest News

6/recent/ticker-posts

Ad Code

‘মেয়েদের জন্য বাধ্যতামূলক হোক করওয়া চৌথ’, আবেদন সুপ্রিম কোর্টে, কি বললো আদালত?

Karwa Chauth Mandatory Appeal: ‘মেয়েদের জন্য বাধ্যতামূলক হোক করওয়া চৌথ’, আবেদন সুপ্রিম কোর্টে, কি বললো আদালত?

Karwa Chauth Mandatory Appeal



ভারতীয় মহিলাদের জন্য ‘করওয়া চৌথ’ বাধ্যতামূলক করার দাবি জানিয়ে দেশের শীর্ষ আদালতে আবেদন জমা পড়েছে। বিয়ে হোক বা না হোক, সর ভারতীয় মহিলার জন্য ‘করওয়া চৌথ’ বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে। সেই মর্মে আদালত নির্দেশ দিক কেন্দ্রের নরেন্দ্র মোদি এবং হরিয়ানার রাজ্য সরকারকে এমনটাই চাওয়া হয়েছে আবেদনে। সোমবার শুনানির জন্য ওঠে সেই মামলা।

আবেদনটির তীব্র সমালোচনা করে আদালত। বলা হয়, “উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই আবেদন জমা দেওয়ানো হয়েছে। নিজেরা সামনে না এসে, আড়াল থেকে আবেদনপত্রটি জমা দেওয়া করিয়েছেন।”

কেন ওই আবেদনটি গৃহীত হল আদালতে, আসল উদ্দেশ্য কী ছিল, তা নিশ্চিত ভাবে জানা যায়নি। কিন্তু আবেদনপত্রে অনেক খামতি রয়েছে বলেও মনে করছেন আইনজীবীরা। তাঁদের মতে, কোথাও ‘করওয়া চৌথ’ পালনে বাধা দেওয়া হচ্ছে বলে কোনও অভিযোগ নেই। সুপ্রিম কোর্টও বিষয়টির উল্লেখ করে। আদালত জানায়, এই ধরনের আবেদনের সঙ্গে জনস্বার্থের কোনও সম্পর্ক নেই। বরং বিচারপ্রক্রিয়ায় বিঘ্ন ঘটায় এই ধরনের আবেদন।

প্রসঙ্গত এর আগেও পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টেও এই মর্মে আবেদন জমা পড়েছিল। মামলা খারিজ করে আবেদনকারীকে জরিমানাও করেছিল আদালত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code