১১ই মে পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ ধর্মশালা থেকে সড়িয়ে আহমেদাবাদে নিল IPL

pbks vs mi


সুরক্ষার কথা চিন্তা করে আইপিএলের ম্যাচের ভ্যেনু বদল। ১১ই মে পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ ছিল ধর্মশালায় সেই ম্যাচের ভ্যেনু পরিবর্তন করলো আইপিএল। হিমাচল প্রদেশের ধর্মশালা থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সড়ানো হয়েছে।

পহেলগামে জঙ্গি হামলার পর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। এই ঘটনার পরেই সুরক্ষার কথা চিন্তা করেই মাঠ পরিবর্তন করা হলো।

আইপিএল মিডিয়া এডভাইসরি অনুসারে ১১ই মে অনুষ্ঠিত হতে চলা পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ ধর্মশালা থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সড়িয়ে নেওয়া হয়েছে। তবে ভ্যেনু পরিবর্তন হলেও নির্ধারিত সময় ৩:৩০-এই শুরু হবে ম্যাচ।