Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগামী বছর আইপিএল খেলবেন ধোনি? জানালেন নিজেই

আগামী বছর আইপিএল খেলবেন ধোনি? জানালেন নিজেই

Dhoni


আগামী বছর কি আইপিএলে ফের দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? এই প্রশ্ন ঘুরপাক খেয়ে চলছে। মিলছে না উত্তর। স্বমহিমায় চেন্নাই সুপার কিংসের প্লেয়িং এলেভেনে দেখা মেলে তাঁর। মাঝে মাঝে তাঁর দুরন্ত কিপিং আর ব্যাটিংয়ের সাক্ষী থাকে ক্রীড়াপ্রেমীরা। কিন্তু ইডেনে নিজেই জানালেন আগামী আইপিএলের ভবিষ্যৎ।

এদিন কলকাতার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ থাকলেও পুরো ইডেন ভরে গিয়েছিল হলুদ জার্সিতে। চারিদিকে ধোনি ধোনি। এ বারের আইপিএলে খুব বেশি ম্যাচ জেতেনি চেন্নাই। এ বারের আইপিএলে এটা তৃতীয় জয়। আইপিএল থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে চেন্নাই। সেই দলের অধিনায়ক ধোনি কয়েক ম্যাচ আগে বলেছিলেন, তাঁরা আগামী আইপিএলের ভাবনা শুরু করে দিয়েছেন।

ধোনি বলেন, “এখনও অবসরের কথা ভাবিনি। আমার ৪৩ বছর বয়স। অনেক দিন ধরে খেলছি। সমর্থকেরা জানে না এটা আমার শেষ ম্যাচ কি না। বছরে মাত্র দু’মাস খেলি। এ বারের আইপিএল শেষ হলে আগামী ছ’আট মাস পর শরীর কী অবস্থায় থাকবে দেখে সিদ্ধান্ত নেব। আমার শরীর এই চাপ নিতে পারছে কি না, সেটা বুঝতে হবে। কিন্তু সমর্থকদের এই ভালবাসাটা অপূর্ব।”




এদিন ম্যাচ শেষে ধোনি বলেন, “এই নিয়ে মাত্র তিনটে ম্যাচ জিতেছি। ম্যাচটা জয়ী দল হিসাবে শেষ করতে পেরে ভাল লাগছে। এ বারে অনেক কিছু আমাদের পক্ষে যায়নি। আমাদের সেই ভুলগুলো খুঁজে বার করতে হবে। আগামী বছরের জন্য আমাদের দল তৈরি করতে হবে। বুঝতে হবে দলের কোনও ব্যাটার কোন জায়গায় খেলতে পারবে, কোন বোলার কোন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে। এই ক্রিকেটারদের নিয়েই পরের মরসুমে খেলতে হবে। অনুশীলনে দেখতে হবে সকলকে।”

ইডেনে কলকাতার বিরুদ্ধে ১৮ বলে ১৭ রান করেন ধোনি। শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে কলকাতা নাইট রাইডার্সের জয়ের কিঞ্চিত আশা টুকুও কেড়ে নিয়েছেন। তাঁর ছক্কার পরে দুই রান নিয়ে ম্যাচ জিতে যায় চেন্নাই। আর কলকাতার এই হারের ফলে প্লে কবে যাওয়ায় এখন দাঁড়িয়ে আছে হতাশায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code