Donald Trump: 'ওদের একসঙ্গে নিয়ে গিয়ে সুন্দর ডিনারও করতে পারি', ভারত-পাকিস্তান ইস্যুতে: ট্রাম্প

Donald Trump



কখনও দাবি করছেন ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি করিয়েছেন তিনিই! আবার কখনও কাশ্মীর নিয়ে সমাধানে মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করছেন ! আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নানা বিধ দাবি ঘিরে ভারতীয় রাজনীতি উত্তাল। যদিও ভারত বারবার দাবি নসাৎ করছে। কিন্তু, নিজের অবস্থানেই অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকা-সৌদি ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য রাখার সময়ও ফের ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি কথা তুলে ট্রাম্প জানালেন যুদ্ধ বিরতি তিনি বাণিজ্যিক ভাবে কাজে লাগিয়েছেন। তাঁর কথায়, "আমার সবচেয়ে বড় আশা হল শান্তি প্রতিষ্ঠা করা এবং ঐক্য প্রতিষ্ঠা করা। আমি যুদ্ধ পছন্দ করি না... মাত্র কয়েকদিন আগে, আমার প্রশাসন ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা হিংসা বন্ধ করার জন্য একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি সফলভাবে সম্পন্ন করেছে। আমি বাণিজ্যকে ব্যাপকভাবে ব্যবহার করেছি। আমি বলেছিলাম, চলুন একটা চুক্তি করি, কিছু বাণিজ্য করি। পারমাণবিক ক্ষেপণাস্ত্রের বাণিজ্য নয়, চলুন আপনাদের তৈরি জিনিসপত্রের বাণিজ্য করি সুন্দরভাবে।"

তাঁর সংযোজন, "উভয় দেশেরই খুব ক্ষমতাশালী, শক্তিশালী এবং বুদ্ধিমান নেতা রয়েছেন। সবকিছু থেমে গেছে এবং আশা করি এটি সেভাবেই থাকবে... ওরা (ভারত-পাকিস্তান) আসলে একসঙ্গে চলছে। হয়ত আমরা তাদের একসঙ্গে বাইরে নিয়ে গিয়ে সুন্দর ডিনারও করতে পারি। ছোট থেকে শুরু হওয়া এবং দিন দিন আরও বড় হয়ে ওঠা এই সংঘাতে লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারত।"

যদিও আগেই ট্রাম্পের দাবির বিপরীতে বিদেশমন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল স্পষ্ট জানান সামরিক অভিযান সংক্রান্ত বিষয়ে, টানা কথোপকথন চলেছে ভারত ও আমেরিকার মধ্যে। কিন্তু, কোনও ভাবে বাণিজ্য সম্পর্কিত কোনও আলোচনা হয়নি। পাশাপাশি কাশ্মীর ইস্যুতে কোনো তৃতীয় পক্ষকে মধ্যস্থতায় রাজি নয় ভারত তাও স্পষ্ট জানিয়ে দিয়েছিল।