Latest News

6/recent/ticker-posts

Ad Code

importance of reading books: বই পড়ার গুরুত্ব শীর্ষক আলোচনা

বই পড়ার গুরুত্ব শীর্ষক আলোচনা

Discussion on the importance of reading books

গত ১৪ ই মে প্রফেসর অতঃপর অচ্যুত সামন্ত কর্তৃক প্রতি প্রতিষ্ঠিত আর্ট অফ গিভিংস ( Art of Giving)-এর ১২ বছর পূর্তি উপলক্ষে সারা ভারতব্যাপী জেলাস্তরে যে সমাজ কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়।

এই উপলক্ষে মহম্মদ আমন আলির উদ্যোগে মালদা কলেজে "বই পড়ার গুরুত্ব" শীর্ষক একটি শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত উপস্থিতি ছিলেন মালদা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বিপ্লব চক্রবর্তী । তিনি বই পড়ার সাথে বইয়ের গুরুত্ব এবং বইয়ের বিষয়ের নানা অজানা তথ্য ছাত্রদের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে মালদা কলেজের NSS প্রোগ্রাম অফিসার মিঠুন রায় ছাত্রদের উদ্দেশ্যে বই পড়ার বিষয়ে ছাত্রদের উৎসাহ প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code